পেলে-ইউসেবিওর বিশ্বকাপ-রেকর্ড ভাঙলেন এমবাপে



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপ দেখেছিল ১৯ বছরের কিলিয়ান এমবাপেকে। কাতার বিশ্বকাপে তেইশের এমবাপে যেন কোন রেকর্ডকেই অক্ষত না রাখার পণ করেই নামছেন মাঠে। গতি আর ড্রিবলিংয়ে প্রতিপক্ষের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখার পাশাপাশি নিজে করছেন গোল, সতীর্থকে দিয়ে করাচ্ছেন গোল; দলকে এনে দিচ্ছেন একের পর এক জয়।

রোববার (৪ ডিসেম্বর) রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ফ্রান্স। উঠেছে কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে নিজে দুই গোল করার পাশাপাশি অলিভার জিরুদের গোলে করেছেন সহায়তা।

এমবাপের গোলের শুরু ম্যাচের ৭৪তম মিনিটে। ডান দিক থেকে উসমান দেম্বেলে পাস দেন এমবাপেকে। ডি-বক্সের ভেতরে ঢুকে জায়গা বানিয়ে ডান পায়ে যে শট নেন সেটা এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক ভয়সেক সেজনির সাধ্য ছিল না আটকানোর। বল ওপরের কোণা দিয়ে জড়ায় জালে। এটা বিশ্বকাপে তার অষ্টম গোল।

এই গোলের মাধ্যমে এমবাপে ভেঙেছেন ফুটবলের রাজা বলে খ্যাত পেলের রেকর্ড। বয়স ২৪ বছর হওয়ার আগে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এতদিন ছিল পেলের। এমবাপে এই রেকর্ড ভাঙলেন ২৩ বছর ৩৪৯ দিন বয়সে।

পেলের রেকর্ডই কেবল নয়, এ ম্যাচেই এমবাপে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ গ্রেট ইউসেবিওকে। ২৪ বছর ১৮২ দিন বয়সে ইউসেবিও বিশ্বকাপে ৮ গোল করেছিলেন।

এক ম্যাচ থেকে পেলে ও ইউসেবিওর রেকর্ড ভেঙেই থেমে থাকেননি এমবাপে। এরপর করেছেন ম্যাচে তার দ্বিতীয় গোল। এ গোলের মাধ্যমে বিশ্বকাপে তার গোল সংখ্যা হলো ৯টি। রাশিয়া বিশ্বকাপে কিলিয়ান এমবাপে করেছিলেন ৪ গোল, আর এবার ৪ ম্যাচেই করেছেন ৫ গোল।

২০ ডিসেম্বর ১৯৯৮ সালে জন্ম নেওয়া কিলিয়ান এমবাপের বয়স ২৪ হবে বিশ্বকাপ ফাইনালের দুইদিন পর। রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হয় এমবাপের। প্রথম ম্যাচে গোল না পেলেও পরের ম্যাচে পেরুর বিপক্ষে গোল করেন তিনি। ওই গোল তাকে ফ্রান্সের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড বুকে স্থান দেয়।

গত আসরের নকআউট পর্বে আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারাতে জোড়া গোল করেন এমবাপে, এবং একটি পেনাল্টি আদায় করেন। ১৯৫৮ সালে পেলের পর দ্বিতীয় কমবয়েসি ফুটবলার হিসেবে বিশ্বকাপে জোড়া গোল করে তিনি রেকর্ডের ভাগিদার হন। এরপর ফাইনালেও গোল করে একইভাবে পেলের পর দ্বিতীয় কমবয়েসি ফুটবলার হিসেবে বিশ্বকাপের ফাইনালে গোল করার রেকর্ডের অংশীদার হন। ২০১৮ বিশ্বকাপে কিলিয়ান এমবাপে বেস্ট ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড পান।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ও দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে।

শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে ফ্রান্স উঠেছে কোয়ার্টার ফাইনালে। এই পর্বে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপের (৫ গোল) দল ফ্রান্সের প্রতিপক্ষ ইংল্যান্ড।

   

শেষ বলে এসে গুজরাটকে আটকালো দিল্লি



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলের চলতি আসরের ৪০তম ম্যাচে গত রাতে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। যেখানে ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বল পর্যন্ত গড়িয়েছিল খেলা, অবশেষে ৪ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

এদিন টসে জিতে শুরুতে স্বাগতিক দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় গুজরাট। ব্যাট হাতে দিল্লির দুই ওপেনার তেমন কিছু করে না দেখাতে পারলেও অক্ষর পাটেল ও অধিনায়ক রিশাভ পান্তের ব্যাট দারুণভাবে হেসেছে। অক্ষর ৪৩ বলে ৬৬ ও পান্ত ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেছেন। শেষে ট্রিসান স্টাবসের ৭ বলে ২৬ রানের ক্যামেও ইনিংসের মাধ্যমে দিল্লির দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২৪ রান।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট। দ্বিতীয় ওভারে অধিনায়ক শুবমান গিল সাজঘরে ফেরত যান মাত্র ৬ রানে। তবে সাই সুদর্শন ও ড্যাভিড মিলারের ব্যাটে ভর করে জয়ের বেশ সন্নিকটে পৌঁছায় সফরকারীরা। তবে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করেও দলকে জয় তুলে এনে দিতে পারেননি আফগান ক্রিকেটার রশিদ খান। শেষে মাত্র ৪ রানের ব্যবধানে হারতে হয় তাদের।

এই ম্যাচের পর সমান ৯ ম্যাচে দিল্লির ও গুজরাটের পয়েন্ট ৮। তবে নেট রানরেটের হিসেবে তালিকার ছয়ে আছে দিল্লি এবং সাতে গুজরাট।

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনী–গাজী গ্রুপ

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

শাইনপুকুর–শেখ জামাল

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

মোহামেডান–প্রাইম ব্যাংক

সকাল ৯টা - বিসিবি ইউটিউব চ্যানেল

৪র্থ টি–টোয়েন্টি

পাকিস্তান–নিউজিল্যান্ড

রাত ৮–৩০ মিনিট - এ স্পোর্টস ও জিও সুপার

আইপিএল

সানরাইজার্স হায়দরাবাদ–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

রাত ৮টা - স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন–ম্যানচেস্টার সিটি

রাত ১টা - স্টার স্পোর্টস সিলেক্ট ১

;

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

বান্দরবানে আফিমসহ মাদক কারবারি আটক

  • Font increase
  • Font Decrease

বান্দরবানে এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ এপ্রিল) র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মাদক কারবারি হলেন উম্যামং মার্মা (৫২)। সে বান্দরবান সদরের কুহালং নতুন চড়ই পাড়া এলাকার মৃত ক্যশৈ অং মার্মার ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বান্দরবান সদরের কুহালং ইউপির পশ্চিম মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় এক কেজি ৭০০ গ্রাম আফিমসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার উম্যামং মার্মা গোল্ডেন ওয়েজ কেন্দ্রিক আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের সদস্য মর্মে স্বীকার করেছেন। মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

;

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগের দুই ফুটবলার আটক



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ধর্ষণের অভিযোগে প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে আটক করেছে ইংল্যান্ডের পুলিশ। গত শুক্রবার (১৯ এপ্রিল) দুই ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে সপ্তাহান্তে পুলিশ তাদের আটক করে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, শনিবার (২০ এপ্রিল) ধর্ষণে প্ররোচনা ও সাহায্য করার অভিযোগে একজন ফুটবলারকে আটক করে পুলিশ। এরপর রবিবার অপর এক ফুটবলারকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়।

জানা গেছে, প্রথম ফুটবলারকে তার ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। পরে একই দিন রাতে তাকে আটক করা হয়।

দুইজন ফুটবলার একই প্রিমিয়ার লিগ ক্লাবের খেলেন বলেও ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। আটক করার পরপরই অবশ্য দুজন জামিনে মুক্ত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই ফুটবলারেরই বয়স ১৯। তবে এই দুই ফুটবলারের ক্লাব এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অপর এক ব্রিটিশ দৈনিক সান। তাদেরকে ক্লাব কোনো ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে কিনা সেটাও জানা যায়নি।

;