ইংলিশ ফুটবলারদের টিম হোটেলে স্ত্রী-প্রেমিকারা

ইংলিশ ফুটবলারদের স্ত্রী প্রেমিকারা
নিজেদের প্রথম ম্যাচে রীতিমতো গোল উৎসব করে ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল ইরানকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে গিয়ে সেই ইংলিশরাই খেয়েছে হোঁচট। যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে গোল শূন্য (০-০) ড্র।
মার্কিন ফুটবলারদের বিরুদ্ধে জিততে না পেরে বেকায়দায় আছে ইংল্যান্ডের ফুটবলাররা। বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে হলে আগামীকাল মঙ্গলবার ওয়েলসকে হারাতেই হবে তাদের।
সেই ম্যাচের আগে ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে অবাক করা এক উদ্যোগ নিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট।ফুটবলারদের স্ত্রী-বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ দিয়েছেন তিনি।
দলের হোটেলে শনিবার ফুটবলারদের স্ত্রী, বান্ধবীদের আমন্ত্রণ জানান সাউথগেট। এজন্য সন্ধ্যায় কোনো অনুশীলন ছিল তাদের। নিজেদের মতো সময় কাটিয়ে খুশি ফুটবলার এবং তাদের স্ত্রী, বান্ধবীরা।
অধিনায়ক হ্যারি কেনের স্ত্রী কেট, জর্ডান পিকফোর্ডের স্ত্রী মেগান, জ্যাক গ্রিলিশের বান্ধবী অ্যাটউডরা দলবেঁধে যান ইংল্যান্ডের টিম হোটেলে।
বিকেলে সাড়ে ৫টা নাগাদ বিশেষ বাসযোগে টিম হোটেলে আসে স্ত্রী-প্রেমিকাররা। স্বামী, প্রেমিকদের সঙ্গে রাত কাটিয়ে সকালে তারা ফিরে গেছেন প্রমোদ তরীতে। আর ফুটবলাররা যোগ দেন অনুশীলনে।
এবার মাঠের পারফরম্যান্সে বোঝা যাবে- স্ত্রী, বান্ধবীরা কত উজ্জীবিত করে গেছেন ফুটবলারদের।