এশিয়া কাপে বাংলাদেশের নতুন কোচ শ্রীরাম!



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
এশিয়া কাপে বাংলাদেশের নতুন কোচ শ্রীরাম!

এশিয়া কাপে বাংলাদেশের নতুন কোচ শ্রীরাম!

  • Font increase
  • Font Decrease

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের কোচ থাকছেন না রাসেল ডমিঙ্গো। তার পরিবর্তে দায়িত্ব ‘দেওয়া হচ্ছে’ শ্রীধরন শ্রীরামকে। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই পদে থাকবেন তিনি।

শ্রীরামকে কোচিং প্যানেলে যুক্ত করার বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক শুক্রবার (১৯ আগস্ট) বিসিবির একজন বোর্ড পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন কোচ হয়েছেন ভারতীয় শ্রীরাম। শিগগিরই তিনি কাজ শুরু করবেন সাকিব আল হাসান-আফিফ হোসেনদের সঙ্গে। আপাতত বাকি দুই সংস্করণে অর্থাৎ ওয়ানডে ও টেস্ট দলের কোচের দায়িত্ব চালিয়ে যাবেন ডমিঙ্গো। পরবর্তীতে তার সঙ্গে আলোচনায় বসবে বিসিবি। ছুটি কাটিয়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকা থেকে এদিন বাংলাদেশে ফিরছেন তিনি।

তিনি বলেন, টি-টোয়েন্টিতে নতুন মানসিকতা নিয়ে এগোতে চাওয়ার অংশ হিসেবে শ্রীরামকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। আমরা যেহেতু নতুন একটা মানসিকতা ও চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছি, তাই এশিয়া কাপ থেকেই নতুন কোচ দেখা যাবে। আমাদের মূল লক্ষ্য যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই এশিয়া কাপ থেকে নিয়োগ না দিলে তিনি মানিয়ে নেওয়ার সময় পাবেন না। অনেকে হয়তো বলতে পারেন, এশিয়া কাপেরও তো আর খুব বেশি বাকি নেই। কিন্তু যেটা বললাম, আমাদের মূল ফোকাস হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।
বেশ কয়েক বছর ধরে কোচ হিসেবে কাজ করছেন শ্রীরাম। জাতীয় দল, বয়স ভিত্তিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা আছে তার। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন বেশ কিছু দিন। ২০১৫ সালে অস্ট্রেলিয়া 'এ' দলের ভারত সফরে কোচিং প্যানেলে ছিলেন তিনি।

২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন তিনি। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের অন্যতম সদস্য করা হয়েছিল তাকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ হিসেবেও কাজ করেছেন শ্রীরাম।

আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারত জাতীয় দলে খেলেছেন তিনি। এই সময়ে ভারতের জার্সিতে ৮টি ওয়ানডে খেলেছেন। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ডও খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন তিনি।

   

রিয়ালের ভরাডুবি, গোল উৎসব করেও চিন্তিত পিএসজি



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৬ ম্যাচ পর মাদ্রিদ ডার্বিতে এসে লা লিগায় প্রথম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের ডেরায় সুবিধা করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। ম্যাচ হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। এদিকে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে গোল উৎসব করেও সুখে নেই পিএসজি কোচ লুইস এনরিকে। চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের।

অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এদিন শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৪ মিনিটের মাথায় আলবারো মোরাতার গোলে লিড নেয় অ্যাটলেটিকো। সেই গোল শোধ দেওয়ার আগেই ১৮ মিনিটে ফের আরেকটি গোল হজম করে বসে রিয়াল। অ্যান্তিনিও গ্রিজম্যানের গোলে ব্যবধান দ্বিগুণ করে অ্যাটলেটিকো। বিরতিতে যাওয়ার আগে অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রিয়াল। ম্যাচের ৩৫ মিনিটে টনি ক্রুসের গোলে ব্যবধান কমিয়ে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরেই ফের গোল হজম করতে হয় রিয়ালকে। ৪৬ মিনিটে জোড়া গোল তুলে নিয়ে ব্যাবধনা ৩-১ করেন মোরাতা। ওখানেই ম্যাচটা ফসকে যায় রিয়ালের। এরপরও রিয়াল বলেই বিশ্বাস রেখেছিল সমর্থকরা। মরিয়ে হয়ে চেষ্টাও চালিয়েছে দলটি। বল দখল কিংবা আক্রমণে আধিপত্যও বিস্তার করেছে। তবে জালের দেখা পাওয়া হয়নি দলটির। ফলে মাদ্রিদ ডার্বিতে এসে মৌসুমের প্রথম হারের স্বাদ পেতে হয়েছে রিয়ালকে।

এদিকে লিগ ওয়ানে রাতে মার্সেইয়ের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে পিএসজি। তবে এদিন চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তারকা ফুটবলার এমবাপের। ম্যাচের ৩২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন এই ফুটবলার। অবশ্য তার অভাব বুঝতে দেননি বদলি হয়ে নামা গঞ্জালো রামোস। জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন এই তারকা।

বড় জয় পেলেও ম্যাচ শেষে কোচকে কথা বলতে হয়েছে এমবাপের চোট নিয়ে। লুইস এনরিকে এমবাপের চোট নিয়ে অবশ্য খুব বেশি বিচলিত নন। তার মতে, ‘আমি মনে করি না এটি গুরুতর কিছু। আশা করি সে শীঘ্রই ফিরে আসবে। তবে একজন খেলোয়াড় যখন ১০০ শতাংশ ফিট না হয় তখন ঝুঁকি না নেওয়াই ভাল।’

;

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের বিপক্ষে হেরে এশিয়ান গেমসে সোনা জয়ের স্বপ্ন আগেই শেষ হয়ে যায় বাংলাদেশের। লক্ষ্যটা তাই ছিল ব্রোঞ্জ জিতে আসর শেষ করা। সেটি করতে আজ পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারতে হতো নিগার সুলতানা জ্যোতির দলের। সে লক্ষ্যে আগে বোলিং করে পাকিস্তানকে ৬৪ রানে আটকে রেখে কাজটা সহজ করে রেখেছিল বোলাররা। পরে সেই লক্ষ্য ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশ। এশিয়ান গেমসের নারী ক্রিকেট বিভাগে জেতে ব্রোঞ্জ পদক।

টসে জিতে এদিন আগের দিনের মতো ভুল করেনি জ্যোতি। সিদ্ধান্ত নেই পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর। বল হাতে তুলে নিয়েই বাংলাদেশকে সাফল্য এনে দেন মারুফা আক্তার। নাহিদা, রাবেয়া, সানজিদারাও বল হাতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন। তাদের চাপে ভেঙে যায় পাকিস্তানের টপ অর্ডার। মিডল অর্ডারে চাপ সামলাতে কিছুটা লড়াই চালান পাকিস্তান অধিনায়ক নিধা দার ও আলিয়া রাজ। তবে স্বর্ণা আক্তারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি তারাও। আল আউট না হলেও পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ৬৪ রানে।

বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন স্বর্ণা। ২ উইকেট তুলেছেন সানজিদা।

সহজ লক্ষে বাংলাদেশের শুরুটা হয় সাবধানী। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্রুতই ফিরে যান সাথী, জ্যোতি ও মুস্তারি। ৪৩ রানে ৪ টপ অর্ডারকে হারালে জাগে শঙ্কা। পরে সেই শঙ্কা উড়িয়ে বাংলাদেশকে জয় এনে দেন স্বর্ণা। বল হাতে ছড়ি ঘুরানোর পর ব্যাট হতেও পরিচয় দেন দায়িত্বশীলতার। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। জয়ের পথে খেলেন ৩৩ বলে ২৪ রানের হার না মানা এক ইনিংস।

;

অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না বাংলাদেশ



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগের দুই ম্যাচ হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় না হলেও অন্তত লড়াইয়ের প্রত্যাশা ছিল। সেই চাওয়াও অপূর্ণ থেকে গেল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের রাউন্ড ২-এর খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।

অস্ট্রেলিয়ার সঙ্গে আগের দুই দেখায় বাংলাদেশের মেয়েরা আলো ছড়িয়েছিলেন। একবার লড়াই করে হেরেছিলেন তো অন্যবার তো অজিদের আটকেই দিয়েছিলেন তারা। তবে এবার চিত্র ভিন্ন।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ভিয়েতনামের কাছে ২-০ এবং ফিলিপাইনের কাছে ৩-১ গোলে হেরে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

হ্যানয়ের ন্যাশনাল ইয়ুথ ফুটবল সেন্টার মাঠে খেলা শুরু হতে না হতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে ডান প্রান্তের ক্রস ধরে বল জালে জড়িয়ে দেন সিয়েন্না ডেল। বিরতির পর ৫৬, ৬১ এবং ৭৫ মিনিটে আরও তিন গোল করে বাংলাদেশকে একাই ডুবিয়ে দেন সিয়েন্না।

বাছাইপর্বে তিন ম্যাচের সবগুলো হেরে এখন শুন্য হাতে দেশে ফিরতে হচ্ছে রুমাদের।

;

বিশ্রামে তামিম-লিটন, শেষ ওয়ানডেতে অধিনায়ক শান্ত



বার্তা২৪ স্পোর্টস
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দ্বিতীয় ওয়ানডের পরই গুঞ্জন ছিল তৃতীয় ওয়ানডেতে তামিম ইকবাল আর অধিনায়ক লিটন দাসের বিশ্রামে যাওয়ার। সে গুঞ্জনটাই সত্যি হয়েছে। শেষ ওয়ানডের স্কোয়াডে নেই এই দু'জন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

শুধু শান্তই নয়, বাংলাদেশ দলে ফিরে এসেছেন আরও একাধিক ক্রিকেটার। মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদেরও বিশ্রাম থেকে ফিরিয়ে আনা হয়েছে স্কোয়াডে।

স্কোয়াড–

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

;