টানা হারে সিরিজ হাতছাড়া করল টাইগাররা

বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ
প্রথম ওয়ানডে মতো দ্বিতীয় ম্যাচও দাপুটের সঙ্গে জিতে নিল জিম্বাবুয়ে। এবার টাইগারদের তারা হারিয়ে দিল ৫ উইকেটে। দারুণ এ জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করল স্বাগতিকরা। আফ্রিকান দলটি সিরিজে এগিয়ে রইল ২-০ ব্যবধানে।
সিকান্দার রাজা খেললেন ১০৬ রানের আলো ঝলমলে এক ইনিংস। চাকাভা এনে দেন ১০২ রান চোখ ধাঁধানো এক ইনিংস। পঞ্চম উইকেটে দুজনে মিলে ১৬৯ বলে ২০১ রান তোলে আয়োজকদের জয়ের ভিড় গড়ে দেন। এতেই ৪৭.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে জয় ছিনিয়ে নেয় জিম্বাবুয়ে।
লাল-সবুজের জার্সি গায়ে দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ। বাকি উইকেট যায় তাইজুল ইসলামের পকেটে।
ব্যাট হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ রিয়াদ। খেললেন দারুণ এক ইনিংস। তার আগে ফিফটি হাঁকান ওপেনার তামিম ইকবাল। দুজনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
৮০ রানের হার না মানা অসাধারণ এক ইনিংস খেলেন রিয়াদ। ৫০ রানের দুরন্ত এক ইনিংস উপহার দেন তামিম।
দলীয় স্কোরে ৩৮ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত। আফিফ হোসেন এনে দেন ৪১ রান।
জিম্বাবুয়ের হয়ে তিন উইকেট শিকার করেন সিকান্দার রাজা। দুটি উইকেট নেন ওয়েসলি মাধেবেরে। একটি করে উইকেট নেন ভিক্টর নিয়াউচি ও তানাকা চিভাঙ্গা।