লক্ষ্মীপুরে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করলো ছাত্রদল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে অতিবৃষ্টি ও বন্যার পানিতে তলিয়ে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করেছে ছাত্রদল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনব্যাপী সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আন্ধার মানিক টু মৌলবির হাট পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু ও সদস্য সচিব বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে একঝাঁক ছাত্রদল পিক-আপ ভ্যান ভর্তি বালু ও ইটের খোয়া দিয়ে খানাখন্দে ভরা সড়কটি সংস্কার করে চলছে।

বিজ্ঞাপন

জানা গেছে, তেওয়ারীগঞ্জ বাজার থেকে মৌলবির হাট পর্যন্ত সড়কটি দীর্ঘ বছর ধরে খানাখন্দে ভরা ছিল। সামান্য বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগের। সড়কটির সঙ্গে গড়ে উঠেছে প্রায় ২৫টি ইট-ভাটা। ভাটাগুলুর কারণে ভারি যানবাহন চলাচল করার কারণে সড়কটি দ্রুত বেহাল অবস্থা রূপান্তরিত হয়।

সড়ক সংস্কার কাজে অংশগ্রহণ করেন-উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহবায়ক মিমু মাহমুদ, যুগ্ম আহবায়ক শাহীন আলম ভূঁইয়া, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাওহীদ ইয়াছিনসহ প্রমুখ।

জানতে চাইলে সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবু জানান, গণ-মানুষের দল হচ্ছে বিএনপি। দেশের প্রতিটি দুর্যোগ-দুর্দিনে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ ছাত্রদল মানবিক কাজ করে যাচ্ছে। বন্যার সময় বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির অনুপ্রেরণায় লক্ষ্মীপুর-(৩) সদর আসনের গণ-মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকবো ছাত্রদলের প্রতিটি ইউনিট।