১৮ কোটি মানুষের জীবন মুক্ত করে গেছেন আবু সাঈদ: জোনায়েদ সাকি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আবু সাঈদের কবর জিয়ারত করছেন জোনায়েদ সাকি

আবু সাঈদের কবর জিয়ারত করছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘১৮ কোটি মানুষের জীবন মুক্ত করে গেছেন আবু সাঈদ। এই দেশে যে ভয়ের রাজত্ব তৈরি হয়েছিল সৎ সাহস দিয়ে ভেঙেছে সে।’

বুধবার (১৪ আগস্ট) বিকেলে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জোনায়েদ সাকি বলেন, রক্তের বিনিময়ে ঐক্য তৈরি করে, এই ভয়ংকর শাসন, হত্যাযজ্ঞ ও গণহত্যার মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে শিক্ষার্থীরা। আবু সাঈদ তাদের একজন। এই দেশে যে ভয়ের রাজত্ব তৈরি হয়েছিল সৎ সাহস দিয়ে ভেঙেছে সে।

তিনি বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। এই ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য স্বৈরাচার, তাদের দোসররা সাম্প্রদায়িক উসকানি তৈরি করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা করে, নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এটি সকলের কাছে পরিষ্কার। তারা এই গণঅভ্যুত্থান নস্যাৎ করতে পারবে না। ছাত্র জনতা জাগ্রত আছে। তারা বাংলাদেশের জানমাল রক্ষার জন্য কাজ করছে। সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য প্রস্তুত আছে ছাত্ররা। রেজিস্টেন্স উইক চলছে, প্রতিরোধের সপ্তাহ চলছে। অচিরেই তারা বাংলাদেশের অস্থিতিশীলতা এবং সবদিক থেকে জানমালের নিরাপত্তাসহ পুরো ব্যবস্থাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো।

বিজ্ঞাপন

আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে শোক সমবেদনা জানানোর পাশাপাশি সাঈদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছে, তা পূরণ না হওয়ার পর্যন্ত প্রত্যেকে জীবন বাজি রাখবেন বলে কথা দিয়েছেন তিনি।