ড. ইউনুস বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন: নিতাই রায় চৌধুরী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা সরকার ড. ইউনুস বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন।

সোমবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নিতাই রায় চৌধুরী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশ আজকে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ নিয়ে একটি ন্যারেটিভ তৈরি করেছিল। সেটি হলো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার ও স্বাধীনতার ঘোষক শুধু তারা। এরকম কথাবার্তা তারা দেশে বিদেশে প্রচার করতে শুরু করেছে। এসব কিছু প্রচার করে তারা ইতিহাস ধ্বংস করেছে। এদেশের মেহনতি মানুষ মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু আ.লীগ মুক্তিযুদ্ধ করেনি। আ. লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের একটি পলাতক শক্তি। এগুলো এখন ছাত্র-জনতার কাছে উন্মোচিত হয়ে গেছে।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে বড় একটি গণঅভ্যুথ্থান ঘটেছে। এই অভ্যুথ্থানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই অভ্যুথ্থান ছিল ছাত্র-জনতার অভ্যুথ্থান। সেজন্য এখানে কোনো বিশেষ সম্প্রদায় বলতে কিছু নেই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বৈরাচার সরকারের দোসর লুটেরা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তারেক রহমানের নির্দেশে প্রত্যেক পাড়া-মহল্লায় আমরা শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

এসময় অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্যারিস্টার রুমিন ফারহানা, নিপুন রায় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।