কেউ অপকর্ম করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন: জবি ছাত্রদল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কেউ অপকর্ম করলে তাদেরকে ধরে বেঁধ রেখে আইন শৃঙ্খলা-বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করেছে জবি শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ আগস্ট) শাখা ছাত্রদলের দফতর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র জনতার গণ-আন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পালিয়ে যাওয়া হাসিনার দোসররা এখনো অপকর্মে লিপ্ত আছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সকল দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে দৃঢ় প্রতিজ্ঞ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কেউ যদি এহেন কর্মকান্ডে লিপ্ত হয় তাদেরকে বেঁধে রেখে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করার আহ্বান জানান। এছাড়া অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল অপকর্মের সাথে জড়িতদের প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।