মধ্যরাতে শীতার্তদের পাশে জেলা প্রশাসক, অসহায়দের কম্বল বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদা খানম।

চট্টগ্রাম জেলার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ২০ লাখ কম্বল ও এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে রোববার (১২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের শীতার্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে ২০ লাখ কম্বল দেওয়া হয়েছে। এসব কম্বল পর্যায়ক্রমে হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। চট্টগ্রামের উপজেলাগুলোতেও সরকারের দেওয়া এসব কম্বল পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞাপন

মহানগরীতে প্রথম দিন ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প উদ্যোক্তা ও বিত্তশালীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রথম দিনে জেলা প্রশাসক উপস্থিত থেকে নগরের স্টেশন রোড, কদমতলী, সিআরবি, কাজির দেউড়ি ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় হতদরিদ্র শীতার্ত পথচারীদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার আল আমিন হোসেন, স্টাফ অফিসার মো. ইসরাফিল জাহান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল মজুমদার ও জেলা নাজির জামাল উদ্দিন।