বোরো ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার
-
-
|
![যুবকের মরদেহ উদ্ধার/ছবি: বার্তা২৪.কম](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Dec/14/1734177934615.jpg)
যুবকের মরদেহ উদ্ধার/ছবি: বার্তা২৪.কম
সিলেট কোম্পানীগঞ্জে হাওরে বোরো ক্ষেত থেকে আতাউর রহমান আতাই (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আতাই মিয়া পুটামারা গ্রামের পশ্চিম পাড়া মৃতো বশির মিয়ার ছেলে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টায় ইছাকলস ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিলেরখড় হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে পুটামারা বাজারে যান আতাই ও তাকে বাজারে দেখা যায়। তারপর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে বোরো ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ঘটনাস্থলে গিয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।