টেকনাফে মালয়েশিয়া পাচারকালে ২ অপহৃত উদ্ধার, আটক ২
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Dec/05/1733414706576.jpg)
ছবি: সংগৃহীত
টেকনাফের শাপলা চত্ত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে ২ অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে ২ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অপহৃত ব্যক্তিদের মালয়েশিয়া পাচারের জন্য ২ দিন ধরে টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় আটকে রেখেছিলো।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে ২ জনকে আটক করতে সক্ষম হয় বলে জানায় পুলিশ। আটকৃতরা হলেন, রামু রশিদনগর ইউনিয়নের জসিম উদ্দিন (২০) এবং একই এলাকার মো. হাসান (২৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত দুইদিন আগে কক্সবাজার পাহাড়তলী এলাকা থেকে মিশুক গাড়ির ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের ২ ভিকটিমকে আসামিরা সাবরাং নয়াপাড়ার একটি বন্দিশালায় আটক করে রেখে মালয়েশিয়া পাচার করতে চেয়েছিলো। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফাতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উদ্ধারকৃতরা হলেন, কক্সবাজার শহরের পাহাড়তলী বউ বাজার এলাকার মো. আকাশ (২০) এবং একই এলাকার রহমত উল্লাহ (১৮)।