ডিএমপির পাঁচ থানায় নতুন ওসি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
তাদের মধ্যে ৫ নিরস্ত্র পুলিশ পরিদর্শককে নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে। এই ১০ কর্মকর্তা ডিএমপির বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত কার্যালয় আদেশে এই পদায়ন করা হয়। পরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি কমিশনারের কার্যালয় আদেশে বলা হয়েছে, ডেমরা থানায় মো. নাজমুল হোসাইন, শেরেবাংলা নগর থানায় মোহাম্মদ গোলাম আজম, মতিঝিল থানায় মেজবাহ উদ্দিন, কাফরুল থানায় মো. তৈয়বুর রহমান ও কোতয়ালি থানায় মো. রেজাউল করিমকে পদায়ন করা হয়েছে।
এছাড়া পরিদর্শক ইলিয়াস হোসেন, মোজাম্মেল হক ও কাজী গোলাম মোস্তফাকে ডিএমপির প্রসিকিউশন বিভাগে, মো. মহিউল ইসলাম ও মু. এনামুল হাসানকে ডিএমপির প্রফেশনাল স্ট্যান্ডার্ড এন্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।