ব্যবসায়ীর বসত ঘর ও টয়লেট থেকে সরকারি চাল উদ্ধার
ভোলার দৌলতখান উপজেলার চরখলিফায় এক ব্যবসায়ীর বসত ঘর ও টয়লেট থেকে ২০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (১০ নভেম্বর) বিকেলে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এ চাল উদ্ধার করে। এসব চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানান, স্থানীয়দের মাধ্যমে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চর খলিফা ইউনিয়নের বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি বাড়িতে মওজুদ করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে যখন ওই বাড়ি তল্লাশি শেষে তেল ব্যবসায়ী ফিরোজের বসত ঘর থেকে ১০ বস্তা ও খোকনের ঘরের টয়লেট থেকে আরও ১০ বস্তা চাল উদ্ধার করা হয়।
খবর পেয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সব বিষয় জেনে উদ্ধার করা চাল চর খলিফা ইউপির চেয়ারম্যান মো. শামীম হোসেন অমি চৌধুরীর জিম্মায় রাখার সিদ্ধান্ত দেন।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী জানান, এ চাল কিভাবে সেখানে গেলো তা তদন্ত করে দেখার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।