ডেইরি খাতে বিদেশি প্রযুক্তি ও আমদানি নির্ভরতা কমাতে চাই: ফরিদা আক্তার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আমাদের মৎস্যখাত যেমন বৈষম্যের শিকার তেমনি প্রাণীখাতেও অসম সংবাদের শিকার। দুধ উৎপাদনের ঘাটতি কমাতে আমাদের আমদানি নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে। আমরা বিদেশি প্রযুক্তি ও আমদানি নির্ভরতা কমাতে চাই।

সোমবার (১১নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফিশারিজ এন্ড লাইভস্টক জার্নালিষ্ট ফোরাম (এফএলজেএফ) এর উদ্যোগে 'দেশের ডেইরি খাতের সমস্যা-সম্ভাবনা ও করণীয়' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রাণীসম্পদ উপদেষ্টা বলেন, আমাদের আমিষ জাতীয় খাদ্যের জোগান আসে প্রাণী, মৎস্য থেকে। কাজেই এখাতে উন্নয়নের চিন্তা না করলে বেঁচে থাকা কঠিন হবে। বিশেষ করে দুধ উৎপাদনে ঘাটতি কমাতে আমাদের আমদানি নির্ভরতা বদলাতে হবে। আমদানির নির্ভরতা থাকলে আমাদের গরু ছাগল পালনে দুধ উৎপাদনে যে সম্ভাবনাগুলো আছে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুধ বলতে আমরা শুধু গরুর দুধকেই বুঝি কিন্তু বিকল্প হিসেবে মহিষের দুধ থেকেও ঘাটতি পূরণ করা যায়। এখান থেকে দুগ্ধ জাতীয় অনেক কিছুই তৈরি করা যায় ।

তিনি বলেন, বিদেশি গরুর তুলনায় দেশি গরুর দুধের উৎপাদনশীলতা কম। কিন্তু আমরা যদি উৎপাদন বাড়ানোর জন্য গরুকে ফিড খাওয়াই তাহলে উৎপাদন খরচ বেড়ে যায়। তার চেয়ে বরং ঘাস লাগিয়ে, গোচারণভূমি বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়াতে পারি। কৃষি খাতে চাষের জন্যে আগাছানাশক দ্রব্য ব্যবহার করে গোখাদ্য নষ্ট না করে এটি সমন্বয় করার দরকার আছে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদেরকে বড় বড় কোম্পানির নির্ভরশীলতা কমিয়ে সাধারণ কৃষকদের থেকে দুধ সংগ্রহ করে সেটা কি করে শহরে আনা যায় সে ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের বেশির শিশু পুষ্টিহীনতায় ভুগছে। শিশুদের মিড ডে মিল হিসেবে দুধের পাশাপাশি ডিমও দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ফিশারিজ এন্ড লাইভস্টক জার্নালিষ্ট ফোরাম এর সভাপতি এম. এ. জলিল মুন্না রায়হান এর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়এর ভারপ্রাপ্ত সচিব, এ.টি.এম মোস্তফা কামালসহ ক্ষুদ্র ও মাঝারি খামারিরা।