রাতের আঁধারে ধান কাটার অভিযোগ, থানায় মামলা
লালমনিরহাটের হাতীবান্ধায় রাতের আঁধারে এক বিঘা জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আতকিয়া মাসুমা বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জে গ্রামে এ ঘটনাটি ঘটটে।
আতকিয়া মাসুমার স্বামী শামীম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধে জেরে রাতের আঁধারে বিআরএস খতিয়ান- ৮১২, দাগ নং- ৪৬৭৪ ভুক্ত ৫১ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ জমির ধান কেটে নিয়ে প্রতিবেশী হাফিজুর রহমানের খড়ের পুন্জের ভিতরে লুকিয়ে রাখে। সকালে খুঁজতে গিয়ে খোয়া যাওয়া ধান সনাক্ত করি। হাফিজুল, আফছার, রিশাদ ও হারুন মেম্বরের পরিবারের লোকজন এসব ধান কাটার সঙ্গে জড়িত অভিযোগ ওই নারীর স্বামী শামীম হোসেনের।
প্রতিবেশী হাফিজুর রহমান বলেন, ঘুম থেকে সকালে উঠে দেখি বাড়ীর পাশের রাস্তায় কে বা কারা ধান রেখে যায়। অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
রাতের আঁধারে ধান কাটা বিষয়ে সাবেক ইউপি সদস্য হারুন, এখলাস ও হাবিব বলেন, ধান কাটার বিষয়ে আমরা জড়িত না। আমাদেরকে ফাঁসানো হচ্ছে।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, ঘটনাস্থলে গিয়ে শামীমদের চুরি হওয়া ধান উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।