মাগুরায় কাঁচা বাজারে যৌথ বাহিনীর অভিযান
মাগুরা শহরের বিভিন্ন কাঁচা বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
সোমবার (৪ নভেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিন সকাল ১০টায় শহরের একতা কাচা বাজারে প্রথম অভিযান শুরু করেন। এ সময় ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা এবং ভাউচার না থাকায় দুটি আড়ত মালিককে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিন নিষিদ্ধের বিষয়ে অবহিত করা হয় ব্যবসায়ীদের।
অভিযান পরিচালনার সময় যৌথ বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আমিনুল ইসলাম, ক্যাপ্টেন শাহরিয়ার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রহমান ও পুলিশ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট আমিনুল ইসলাম জানান, আমরা দেখছি প্রত্যেক ব্যবসায়ীর ক্রয় ভাউচার আছে কিনা, যে মূল্যে তারা বিক্রি করছে সেই বিক্রয় তালিকা আছে কিনা। মূল্য তালিকার সাথে কারো যদি কোন অসামঞ্জস্য পাই তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এর পাশাপাশি সরকারের একটি নির্দেশনা আছে, গত ৩ তারিখের পর থেকে সব ধরনের পলিথিন জাতীয় ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। আমরা এ বিষয়েও তাদেরকে সতর্ক করে দিচ্ছি যে, পলিথিন জাতীয় ব্যাগ বা কোনো বস্তু থাকে তবে অবিলম্বে তারা যেন সেগুলি পরিত্যাগ করে এর থেকে বের হয়ে বিকল্প কিছু ব্যবহার করেন।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মামুনুর রহমান জানান, মাগুরা একতা কাঁচা বাজারে মূল্য তালিকার সাথে অসংগতি পাওয়ায় দুটি আড়ত মালিককে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সারাদিন এ অভিযান অব্যাহত থাকবে।