মাগুরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

মাগুরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন

মাগুরায় ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন

মাগুরা শ্রীপুর উপজেলার সব্ন্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা কাজলী বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শ্রীপুর উপজেলার ৭নং সব্ন্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাম্মৎ পান্না খাতুনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তুলে বক্তব্য দেন পরিষদের নির্বাচিত সদস্যরা। মানববন্ধনে ইউপি সদস্য ও শতাধিক গ্রামবাসী অংশ নেন।

এ সময় তারা আওয়ামী লীগের সময় নৌকা প্রতীকে নির্বাচিত ইউপি চেয়ারম্যান পান্না খাতুন বিগত সময় ও বর্তমানে নানা দুর্নীতি করছে মর্মে তার অপসারণ দাবি করেন। 

বিজ্ঞাপন

অত্র ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, বিএনপির ইউপি সদস্য হওয়ার কারণে নৌকা মনোনীত চেয়ারম্যান পান্না খাতুন আমাদেরকে সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। স্বৈরাচার হাসিনা যেমন দুর্নীতি করেছে তার মনোনীত এই চেয়ারম্যান ও নানা দুর্নীতি করেছে। এছাড়া পরিষদের সে তার স্বামীকে দিয়ে অনেক দুর্নীতি করিয়াছে। আমরা এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ চাই। 

৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সে গত তিন বছরে নানা দুর্নীতি করেছে, সার্টিফিকেট দুর্নীতি করেছে। তার স্বামী দুর্নীতি করেছে। আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই।

অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান পান্না খাতুন বলেন, আমি আওয়ামী লীগের সময় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলাম। যে কারণে আমার বিরুদ্ধে এ সকল মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমি যখন যে কাজ করেছি তার সব কাজেরই ফাইল আছে। উদ্বোধন কর্তৃপক্ষ সেগুলো চেক করলেই বুঝবে আমি কোনো দুর্নীতি করেছি কিনা। মূলত আমি যেহেতু আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান ছিলাম সে কারণে পরিবর্তিত এই পরিস্থিতিতে আমাকে সরিয়ে বিএনপি সমর্থিত মেম্বাররা দায়িত্ব নিতে চাচ্ছে। আমার ইউনিয়নের বিশ হাজার বাসিন্দা আছে, তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন আমি কোনো দুর্নীতি করেছি কিনা।

এর আগে গতকাল রোববার জেলা প্রশাসক বরাবর ইউপি চেয়ারম্যান মোছা. পান্না খাতুনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কার্যকলাপের বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছে অত্র পরিষদের ১০ জন ইউপি সদস্য। অনাস্থা পত্রে দশটি অভিযোগ উল্লেখ করা হয়েছে।