নওগাঁয় সন্ত্রাসী হামলায় সহোদরসহ আহত ৪, আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁয় সন্ত্রাসী হামলায় ৩ সহোদরসহ বিএনপির চারজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। অস্ত্র দিয়ে গুলি করে ও ধারালো অস্ত্রের আঘাতে তাদেরকে আহত করা হয়েছে। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার বলে জানান বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনার দিন রাতেই স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

এর আগে, শনিবার (২ নভেম্বর) দিবাগত ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই তিন সহোদর বিএনপি ও যুবদলের নেতাকর্মী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আহত ৩ সহোদর হলেন, ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০) এবং অপর দুই ছেলে কাবিল হোসেন (৫২) ও শফিকুল ইসলাম (৪৫)। এছাড়া আহত অপরজনের নাম জানা যায়নি।

ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এঘটনায় মামলার প্রক্রিয়া চলমান আছে। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মিঠুন ও আরিফ নামের দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে।