এক্সপ্রেসওয়েতে পথচারীদের ‘অস্ত্রের ভয়’ দেখিয়ে ছিনতাই করতেন তারা
চট্টগ্রামে নগরীর মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পথচারীদের ‘অস্ত্রের ভয়’ দেখিয়ে টাকা ও মোবাইল ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি ও মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২ নভেম্বর) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ওপর কাস্টমস হাউস এলাকায় পতেঙ্গাগামী লেন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার তিনজন হলেন- আরিফুল ইসলাম ইমন, মো. আরমান ও মো. রাসেল।
তিনজকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতেন। তাদের মধ্যে গ্রেফতার ইমনের বিরুদ্ধে হাটহাজারী থানায় একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।