মাগুরায় অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরার শালিখা উপজেলায় অতিরিক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অনিমেষ গোশাই (২৪) নামের একজনকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় ওই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. অলি মিয়া।

নিহতরা হলেন- ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে দিগন্ত গোসাই (২২) ও মনোরঞ্জন দাসের ছেলে সবুজ দাস (২৬)।

বিজ্ঞাপন

শালিখা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. অলি মিয়া জানান, শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে গত ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীর দিন বিকাল ৫টার দিকে অতিরিক্ত মদ ও খাসির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়েন দিগন্ত ও সবুজ। পরে তাদের একজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও আরেকজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে দিগন্ত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা যান। এর কিছুক্ষণ পরেই যশোর সদর হাসপাতাল থেকে সবুজ দাসের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।