পূর্বধলায় ঝারিয়া বাঁধ ভেঙ্গে পার্শ্ববর্তী গ্রাম প্লাবিত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নেত্রকোনায় কংস নদীর পানি বেড়ে পূর্বধলা নাটেরকোনা এলাকায় ঝারিয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে মুহুর্তের মধ্যে বাড়িঘর তলিয়ে যায় পুরো এলাকা। ফলে জীবন বাঁচাতে ঘরের আসবাবপত্র নিয়ে সড়কে উঠেছেন সাধারন মানুষ । যে যা বাঁচাতে পারছেন তাই নিয়ে বের হচ্ছেন।

রবিবার(৬ অক্টোবর) সন্ধ্যায় কংস নদীর পানির ৫৫ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় পানির চাপে এ বাঁধটি ভেঙ্গে যায়।

বিজ্ঞাপন

অন্যদিকে সারাদিন জারিয়া বাঁধ রক্ষায় ২৬ আনসার ব্যাটালিয়নের সদস্যরা গ্রামবাসীদের নিয়ে মাটি কেটে বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টা করছিল কিন্তু শেষ রক্ষা হয়নি।
এছাড়াও যারা দিনভর রান্না খাওয়া নাই সড়কে বাইরে রয়েছেন তাদের জন্য আনসার থেকে রান্না করা খাবার দেওয়া হয়। তবে স্থানীয় প্রশাসনের কোন লোকজন খোঁজ না নেয়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।

পূর্বধলা ২৬ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আসলাম সিকদার জানান, তারা সকাল থেকে স্থানীয়দের সহযোগিতায় বাঁধ রক্ষায় কাজ করছে। পাশাপাশি রাম্না করা খাবার দিচ্ছেন। কিন্তু দিন শেষে বাঁধটি ভেঙ্গে যায় এতে বাঁধের নিম্ন অঞ্চলের লোকজনের ভোগান্তি বেড়ে যায়।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় লোকজন বলছে এই বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে আশেপাশের গ্রাম সহ প্রায় কয়েকশো হেক্টর জমি।

পূর্বধলার সহকারী ভূমি কমিশনার নাজনীন আক্তার জানান, সন্ধ্যার আগে বাঁধটি ভেঙ্গে গেছে। কিন্তু পূর্বের অবস্থা থেকে তেমন বেশি এলাকা প্লাবিত হয়নি।