ভালুকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া ব্রিজের সামনে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী রান্দিয়া ব্রিজের সামনে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি, পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে লাশটি অটো চালকের। অটো ছিনিয়ে নিতেই খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। পিবিআই টিম আসলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করা যাবে।