আশুগঞ্জে মদ ও গাঁজাসহ আটক ৫

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ১শ' চার বোতল বিদেশী মদ, ৩০ কেজি গাঁজা, একটি প্রাইভেটকার ও একটি পিকআপভ্যানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মরহুম রাজেন্দ্র কুমার দেবের ছেলে উজ্জ্বল কুমার দেব (৪০), বিয়ানীবাজার উপজেলার মরহুম রফিক উদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৮), গোয়াইনঘাট উপজেলার মোস্তাক আহম্মদের ছেলে মাহমুদুল হাসান (১৮), নরসিংদী জেলার মনোহরদী উপজেলার জামাল উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৬) ও লক্ষ্মীপুর জেলার মরহুম সুজায়েত উল্লাহর ছেলে মো. রিয়াজ (৩২)।

বিজ্ঞাপন

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল কবির বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে শনিবার সকালে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১০৪ বোতল বিদেশী মদসহ উজ্জ্বল কুমার দেব, মাহমুদুল ও শামসুল ইসলামকে আটক করে পুলিশ। একই দিন সকাল ৯টার দিকে একটি পিকআপে তল্লাশী চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মো. নজরুল ইসলাম ও মো. রিয়াজকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।