চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় পথচারী ও মোটরসাইকেল আরোহীসহ আরও তিনজন আহত হন।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন এবং আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার সাইফুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আহত মোটরসাইকেল আরোহী দু'জন একই এলাকার আক্তারের ছেলে সোহান (১৮) ও নাসির উদ্দীনের ছেলে এখলাছ উদ্দীন (২৩) এবং আহত পথচারী আলাউদ্দিন (৪০) দামুড়হার জয়রামপুর হাজীপাড়ার মৃত হাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, কলেজছাত্র বাদশাসহ তিনজন একটি মোটরসাইকেলে দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। পথে জয়রামপুর কাঁঠালতলা মোড়ে রাস্তা পার হতে চাওয়া এক পথচারীর সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী তিনজন ও পথচারী আহত হন। পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘বাদশা নামের এক যুবককে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুজন চিকিৎসার জন্য হাপসাতালে আসেন। তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আলাউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বাকী বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাঁঠালতলায় পথচারীর সঙ্গে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পথচারীসহ মোটরসাইকেলের দু'জন আরোহীও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়।