রংপুরের বদরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে আদলতে। এ মামলায় স্থানীয় এমপি আহসানুল হক চৌধুরী ডিউকসহ ১৬৩ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে মামলার আবেদন করে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংবাদিক বাদশাহ ওসমানী।
পরে শুনানি শেষে মামলাটিকে এজাহার হিসেবে বদরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন আদালতের বিচারক কৃষ্ণ কমল রায়।
এই মামলায় আসামি করা হয় স্থানীয় সাবেক এমপি আহসানুল হক চৌধুরী ডিউক, বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী, এমপি পত্নী সুরভী চৌধুরী, এমপি ডিউকের ঘুষ কালেক্টর হেলাল মাস্টার ও পিএস আবুল কালাম আজাদসহ ১৬৩ জন।
ছাত্র আন্দোলনের হামলায় এই মামলা এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট এমপি ডিউকের নির্দেশে সকাল সাড়ে দশটায় বদরগঞ্জ পৌর শহরের হক সাহেবের মোড় ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ সহ ছাত্রীদের ওড়না ড্রেস টেনে ছিড়ে রাস্তায় ফেলে মারপিট করে। এ সংবাদ পেয়ে অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক ও আপামর ছাত্র জনাতা ঐক্যবদ্ধ হয়ে বদরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি পৌঁছলে তারা সাঁড়াশি আক্রমণ শুরু করে।
এতে মনিরুজ্জামান, সাজু, মিয়া,সোহান,আশিকুলসহ প্রায় ৭০ থেকে ৮০ জন ছাত্র-জনতা আহত হয়। পরে তারা দোকানে ভাঙচুর ও লুটপাট করে রাস্তার ধারে পার্কিং করা ৩০-৩৫টি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে এলএসডি রোডে গিয়ে উপজেলা পরিষদের সরকারি পাজারো গাড়ি পুড়িয়ে দেয়।
এছাড়াও পরেরদিন ৫ আগস্ট আবারো আন্দোলনে হামলা চালায়। এতে প্রায় ২০০ জন ছাত্র-জনতা আহতসহ গাড়িতে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুর, লুটপাটসহ তাণ্ডব চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।