রংপুরে জমে উঠেছে আনারসের বাজার

  • বর্ণালী জামান, স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আনারস নিয়ে রাস্তার পাশে ব্যবসায়ী, ছবি: বার্তা২৪.কম

আনারস নিয়ে রাস্তার পাশে ব্যবসায়ী, ছবি: বার্তা২৪.কম

আনারসকে ঘিরে জমে উঠেছে রংপুরের বিভিন্ন বাজারের ফল ব্যবসা। ছোট-বড় দোকান থেকে শুরু করে ভ্যান কিংবা রাস্তার পাশে দাড়িয়েও আনারস বিক্রি করছে ব্যবসায়ীরা। অন্যান্য সময় থেকে দাম একটু কম হওয়ায় ক্রেতাদেরও রয়েছে বেশ ভিড়। মৌসুমের শুরু থেকেই আনারসের চাহিদা বাজায়ে রয়েই গেছে। 

নগরীর টাউন হল সাথেই আনারসের পাইকারি বাজার। এখান অনেক দূর থেকে এসেও বিক্রেতারা কেনা-বেচায় ব্যস্ত হয়ে পরেন। বিশেষ করে এলাকার ছোট-বড় দোকানদার ও ভ্যানে করে আনারস বিক্রি করা ব্যবসায়ীদের উপস্থিতি চোখে পড়ার মত। আনারস পিসপ্রতি কিছুটা লাভের আশায় পাইকারি এই বাজারে সকাল থেকে ভিড় জমে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের।

বিজ্ঞাপন

সিটি বাজার থেকে আনারস কিনতে আসা ক্রেতা রমজান আলী বলেন, এ্যালা যত গরম পলছে ঘরোত সউক গুলারই জ্বর ধরছে। আনু বাজারোত আনারস কিনিম বুলি। দ্যাখো দামও কম নোয়ায়। এ্যালা আর কি করি নেওয়ায় খাইবে। এইজইনতে ৬০ ট্যাকা দি নিনু এখান আনারস।

নগরীর মাহিগঞ্জের আনারস ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন বলেন, পেট চালাতে ভ্যানে করি আনারস ঝালাই নিয়া গ্রামের মোড়ে মোড়ে বিক্রি করি৷ এখান থাকি আনারস কিনলে ৫-১০ টাকা হইলেও কম পাওয়া যায় ওইটাই লাভ৷ আনারসে আকার মত কোনোটা ২০ থেকে ৪০ টাকা করে কিনি। কিন্তু বাজারে এইটাই ৫০-৬০ টাকা। তাই প্রতিদিন এখান থাকি কিনি ব্যবসা করি।

খুচরা ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, আনারসের মৌসুমের শুরু থাকি ১৪ হাজার আড়াই হাজার পিসেরও বেশি বিক্রি করছি আনারস। কেনা পরছে ২০-৪০ টাকা বিক্রি করি ১০ টাকা লাভে৷ আনারসের চাহিদা খুব, প্রতিদিন প্রায় ৩০০-৩৫০ টা আনারস বিক্রি করি৷

নগরীর বেতপট্টিতে ভাসমান আনারস বিক্রেতা জাহিদ বলেন,আকার অনুযায়ী আনারসের দাম ৩০-৫০ টাকা। লাভ কম করি সেল বেশি হয়। প্রতিদিন অনায়াসে ১০০ পিস আনারস বিক্রি হয়। সেই সাথে আনারস ঝালাইের চাহিদা প্রচুর দম ফেলাতে পারিনা। ১০-২০ টাকার করে ঝালাই রাত পর্যন্ত। বিকেল থাকি ব্যবসাটা বেশি ভালো হয় শহরে লোকসমাগম বাড়ে।

পাইকারি বাজারের আনারস ব্যবসায়ীরা বলেন, সরাসরি আনারসের আড়ত থেকে আনি হাজার হাজার পিস আনারস। গড়ে পিস প্রতি পরে ২০ টাকা পড়েছে। এখানে যেমন বড় আনারস আছে, তেমনি ছোটও আছে। আমি তিনটি ভাগে আনারস বিক্রি করছি। যেগুলো একটু বড় সেগুলো ৫০ টাকায়, মাঝারি সাইজ ৪০ টাকায় এবং তুলনামূলক ছোট আনারস ২০ টাকায় বিক্রি করছি। তবে পচনশীল পন্য যেহেতু সেল বেশি হওয়ার জন্য খুব বেশি লাভ না করেই ছেড়ে দিচ্ছি।