পোশাক শ্রমিকদের দাবির প্রেক্ষিতে টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়িয়ে আজ থেকে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার সব কারখান চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার প্রায় সবগুলো শিল্প কারখানায় কার্যক্রম চালু রয়েছে। কারখানার শ্রমিকরা নির্ধারিত সময়ে তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারীতে শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে।
শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এছাড়া শিল্পাঞ্চলে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।
এদিকে, বিভিন্ন দাবি নিয়ে শ্রমিকদের সাথে মালিকপক্ষের বনিবনা না হওয়ায় এবং অভ্যন্তরীণ সমস্যার কারণে গতকালও আশুলিয়া শিল্পাঞ্চলে ৭৯টি কারখানায় ছুটি ছিল। তবে এসময়ে কোথাও কোনো বিশৃঙ্খলতার খবর পাওয়া যায়নি।
শ্রমিকদের দাবির প্রেক্ষিতে গতকাল বিজিএমইএ ভবনে বৈঠকে বসেন শ্রমিক-মালিক ও আইনশৃঙ্খলা বাহিনী। বৈঠক শেষে পোশাক কারখানায় নিয়োগের ক্ষেত্রে নারী ও পুরুষ সমান অধিকার নিশ্চিত করা, হাজিরা বোনাস এবং টিফিন বিল বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে শিল্পাঞ্চলের সব কারখান খুলে দেয়ার কথা জানানো হয়।