অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারাই রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

গণঅভ্যুত্থান পরবর্তী বরিশালে মতবিনিময় সভা, ছবি: বার্তা২৪.কম

গণঅভ্যুত্থান পরবর্তী বরিশালে মতবিনিময় সভা, ছবি: বার্তা২৪.কম

সাদাকে সাদা আর কালোকে কালো বলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই রাষ্ট্র সংস্কারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন, আব্দুল হান্নান মাসুদ (ঢাবি), সানজানা আফিফা অদিতি (ঢাবি), রাইয়ান ফেরদৌস (ঢাবি), তৌহিদ আহমেদ আশিক (শেকৃবি) পাশে উপবিষ্ট ছিলেন, এম এ সাঈদ (ঢাবি), সিনথিয়া জাহিন আয়েশা (বদরুন্নেসা কলেজ), হাসিবুল হোসেন শান্ত (NSU), মোবাশ্বেরা করিম মিমি (AIUB), শহিদুল ইসলাম শাহেদ (ববি), জিহাদ হোসাইন (ঢাকা কলেজ)। বরিশাল বিশ্ববিদ্যালয় ববি শিক্ষার্থীরা মতবিনিময়ে অংশ নিয়ে তাদের সমস্যা তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আরো বলেন, ছাত্র আন্দোলনকে কেউ দলীয়করণ করার চেষ্টা করবেন না। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে আপনারা যদি ভেবে থাকেন আবার দুর্নীতি শুরু করবেন, তবে ছাত্র-নাগরিক আপনাদের বিষ দাঁত উপড়ে ফেলবে। আমরা বুলেট-বোমা ভয় পাই না। তাই দুর্নীতিবাজরা সতর্ক হয়ে যান।

ছাত্রদের আন্দোলন ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে ও টেন্ডারবাজদের বিরুদ্ধে। এই দুর্নীতিবাজরা কৌশলে আমাদের মধ্যে বিভজন তৈরি করতে চায়। এজন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।