তেজগাঁও সড়ক অবরোধ করল শিক্ষার্থীরা, তীব্র যানজট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে একদল শিক্ষার্থী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবিতে সড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়কে থাকবেন।

এদিকে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচির কারণে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা ও আশপাশ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়েছে। যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে রাস্তায়।

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, ছয় দফা দাবিতে ঢাকা পলিটেকনিকেল ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের অবরোধের কারণে সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন বলে জানান।