প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ বাতিলপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে মেধায় ৯৩ ও কোটায় ৭ শতাংশের ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (ঢাকা ও চট্টগ্রাম) এর চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশসহ ২ দফা দাবি জানিয়েছেন ফলাফল প্রত্যাশীরা।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে 'বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী আন্দোলন' ব্যানারে এই দাবি জানান শিক্ষার্থীরা। এসময় সমন্বয়ক আবু জাফর মো. সালেহ লিখিত বক্তব্য রাখেন।
সালেহ বলেন, গত ২৯ মার্চ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আমরা ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হই। গত ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত ৪৬ হাজার ১৬৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৩মাস সময় অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি।
তিনি বলন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে উক্ত নিয়োগের মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি। এক্ষেত্রে মহিলা ৬০ শতাংশ, পোষ্য ২০ শতাংশ ও পুরুষ ২০ শতাংশ ধার্য করেছে যা গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত পূর্বের সকল পরিপত্র/প্রজ্ঞাপন/আদেশ/নির্দেশ/অনুশাসন রহিত করা হয়েছে, তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে ৯৩% মেনা ও ৭% কোটা অনুসরণ করতে আইনগত কোনও জটিলতা থাকার কথা নয়।
সর্বশেষ প্রজ্ঞাপন জারির আগে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফল সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, যেগুলোতে সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য জুনিয়র ইন্সট্রাক্টর (পিএসসি), বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা কর অঞ্চল ১২।
সালেহ বলেন, এমতাবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ওপর দিয়ে এই কোটা প্রথা কোনোভাবেই বহাল থাকতে পারে না। কোটা বৈষম্যের বিরুদ্ধে এত প্রাণহানির পর কোনো অবস্থাতেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এ উল্লিখিত কোটা বহাল থাকতে পারে না।
এসময় কোটা বৈষম্য দূর করে মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা দুই দফা দাবি পেশ করে। দাবিগুলো হলো-
১. প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ বাতিলপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে ৯৩% মেধা ও ৭% কোটার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ (ঢাকা ও চট্টগ্রাম) এর চূড়ান্ত ফলাফল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে।
২. ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত শুন্যপদসমূহের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে।