বাগেরহাটের নয়াপাড়ায় পিকআপ-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে পুলিশ পরিদর্শক আশরাফুল হক।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রেখেছে পুলিশ। পিকআপ ভ্যানটিকে জব্দ করতে পারেনি পুলিশ।
মো. আশরাফুল হক বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ফকিরহাটের কাটাখালী থেকে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিল ব্যাটারিচালিত ইজিবাইকটি। বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ইজিবাইকে থাকা নারী যাত্রীসহ ৪ জন মারা যান। আহত হন আরও দুই যাত্রী।
এসআই মো. আশরাফুল হক জানান, আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কাটাখালী হাইওয়ে থানায় রাখা হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্তের কাজ চলছে।