নওগাঁয় ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় ৪ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে নওগাঁর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (৮ সেপ্টেম্বর) ৯ টার দিকে উপজেলার পাজরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার মো. মামুনুর রশিদ বাবু ( ২৬) পাজরভাঙ্গা গ্রামের মো.কাদের প্রাং এর ছেলে ও মো: আতাউর রহমান ( ৫০) একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. হাসমত আলী।

তিনি বলেন, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে আমিসহ এসআই মামুনুর রশিদ এসআই ইয়াসির আরাফাত ও এসআই আলী আকবরসহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করি এবং মান্দা উপজেলার পাজরভাঙ্গা গ্রাম থেকে ২ জনকে গ্রেফতার করি।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু চলমান রয়েছে।