আশুলিয়ায় র‌্যাবের গাড়ি ভাঙচুর

  • স্টাফ করেমপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করেছে। পরে গাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করে তারা। একই সময় সেনাবাহিনীর একটি গাড়িতেও ইট পাটকেল ছোঁড়ে তারা। বিক্ষোভ করার সময় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জামগড়া শিমুলতলা এলাকার ইউফোরিয়া এ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শনিবার সকাল থেকেই নিয়মিত কাজে যোগদান করেছিলেন পোশাক কারখানাটির শ্রমিকরা।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার তাদের বেতনের টাকা ব্যাংক একাউন্টে ঢোকার কথা ছিল। দুপুরে তাদের একাউন্টে অন্যান্য ভাতা প্রদান করা হলেও মূল বেতন না ঢোকায় ক্ষোভে ফুঁসে ওঠে শ্রমিকরা। পরে কারখানা কর্তৃপক্ষ জানায় যে সন্ধ্যার মধ্যে বেতনের টাকা একাউন্টে ঢুকবে। সন্ধ্যা ৬ টাও টাকার ম্যাসেজ না পেয়ে কারখানার হিসাব রক্ষক কর্মকর্তাকে নিচে নামিয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। তখন ওই এলাকা দিয়ে সেনাবাহিনীর টহল টিম যাওয়ার সময় তারা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। পরে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এরপরে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পালটা ধাওয়া হয়। পরে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে র‌্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, দুষ্কৃতিকারীরা র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে আমরা আগুন নেভাতে সক্ষম হই। এছাড়া তারা সেনাবাহিনীর একটি গাড়িতেও ইট পাটকেল ছোড়ে।

তিনি আরও বলেন, আমাদের টিম ছায়া তদন্ত করছে। শিল্পাঞ্চল অস্থিতিশীল করার চেষ্টা করছে যেসকল দুষ্কৃতিকারী তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।