কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ ইপিজেড কর্মীর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ২ আরোহী নিহত হয়েছেন। নিহতরা কুমিল্লা ইপিজেডে অবস্থিত 'এসএবি' কোম্পানিতে কর্মরত ছিল।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে কুমিল্লা নগরীর আশ্রাফপুর ইয়াছিন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সাথে থাকা পরিচয় পত্রের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মাসুম হোসেন এবং হাসান মিয়া। তবে তাদের ঠিকানা এখনো পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির আহমেদ বলেন, কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।