ময়মনসিংহ ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে অবস্থিত দেওয়ানবাগ পীরের আস্তানা ভাঙচুরের চেষ্টা ও অগ্নিসংযোগ করেছে আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সরকারি জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা দেওয়ানবাগীর গেইট ভাঙচুর করে।
ত্রিশাল থানা (ওসি) কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে আমরা বিক্ষুব্ধ জনতার সাথে আলোচনায় বসি। এক পর্যায়ে তারা আমাদেরকে তিনটি দাবি পেশ করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে কথা বলে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলে তারা ফিরে যান।
স্থানীয়রা জানান দেওয়ানবাগের আস্তানায় হামলা হবে বিষয়টি টের পেয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হতে বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেন। তারপর ও উত্তেজিত জনতা দেওয়ানবাগীর পীরের আস্তানায় হামলাভাঙচুর ও ইটপাটকেল ছোঁড়ার চেষ্টা করেন।
এসময় আস্তানার প্রধান গেটের সামনে একটি ঘরে আগুন দেয় তারা। পরে তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। দেওয়ানবাগী পীরের আস্তানা থেকে ভক্ত ও বিক্ষুব্ধ জনতার মধ্যে ছোঁড়া ইটপাটকেল এবং লাটিচার্জে প্রায় ১০-১২ জন আহত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনতার বিক্ষোভ পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।