পশ্চিমাঞ্চল রেলওয়ের অধীনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে প্রথম দিনেই যাত্রী সংখ্যা কম ছিল।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে স্বল্প দূরত্বের ৩৭টি মেইল ট্রেন চলাচল শুরু করেছে। আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চালু হবে বলে জানানো হয়েছে।
পশ্চিম রেলওয়ে সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকেই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ২৫ জুলাই কারফিউ শিথিল হলে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের ঘোষণা দেয় পশ্চিম রেলওয়ে কর্তৃপক্ষ। তবে সেই দিনও শেষ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়নি। এরপর থেকে ট্রেন চলাচল বন্ধই ছিল। অবশেষে ২৬ দিন পর মন্ত্রণালয়ের নির্দেশনায় পশ্চিম অঞ্চলে ৩৭টি ট্রেনের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলো।
পশ্চিম অঞ্চলে ৪৩টি মেইল ট্রেন রয়েছে। তবে প্রথম দিন ছয়টি ট্রেন চলাচল করতে পারেনি। বুধবার (১৪ আগস্ট) থেকে পুরোপুরিভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে।
রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের যাত্রী সুজন আলী জানান, অনেকদিন পর তিনি ট্রেনযাত্রার সুযোগ পেয়েছেন এবং নিরাপদে যাওয়ার জন্য ট্রেনের বিকল্প নেই বলে মনে করেন। ট্রেন চালু হওয়ায় এটি তাদের জন্য বেশ সুবিধাজনক হয়েছে।
একই ট্রেনে বাড়ি ফিরছিলেন সিদ্দিকুর রহমান। তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই তিনি শুনছিলেন ট্রেন চালু হবে, তাই নিরাপদে বাড়ি যেতে অপেক্ষা করছিলেন। ট্রেন চালু হওয়ায় তিনি বাড়ি যাচ্ছেন।
পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম জানান, তাদের ৪৩টি মেইল ট্রেনের মধ্যে ছয়টি বাদে আজ থেকে সবগুলোই চালু হয়েছে। তিনি আরও জানান, আগামীকাল থেকে সব ট্রেনই চালু হবে। মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চালু হবে এবং এসব ট্রেনের টিকেট বিক্রিও শুরু হয়েছে।
যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে আনসার, এনবিআর, এবং রেললাইনের নিরাপত্তা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।