গফরগাঁওয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহের গফরগাঁওয়ে হাওয়াখালি গ্রামে মাজেদা খাতুন (৫৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে লংগাইর ইউনিয়নের হাওয়াখালী বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার লংগাইর ইউনিয়নের হাওয়াখালী গ্রামের আব্দুল খালেকের প্রথম স্ত্রী মাজেদা খাতুন। বিয়ের পর থেকে গ্রামের নির্জন বাড়িতে একা বসবাস করতো সে। দাম্পত্য জীবনে মাজেদা খাতুন নিঃসন্তান ছিলেন। রাতে নিজ বসত ঘরে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। পরে সকালে স্থানীয় লোকজন খোঁজ পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী আব্দুল খালেক পেশায় একজন জেলে। একই গ্রামের প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন তিনি। পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহত গৃহবধূর স্বামী আব্দুল খালেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

পাগলা থানার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।