কুমিল্লায় পুলিশের লুট হওয়া ২৮টি অস্ত্র উদ্ধার করল আনসার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করছে আনসার-ভিডিপি। উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেয়া হবে।

সোমবার (১২ আগস্ট) সকালে কুমিল্লা আনসার-ভিডিপি আঞ্চলিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান।

বিজ্ঞাপন

তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এবং তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ড্রেনের ভেতর, বন-জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১টি খালি ম্যাগাজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন