রাজধানীর থানাগুলোর মতো সড়কেও ছিল না ট্রাফিক পুলিশ। ট্রাফিকের অনুপস্থিতে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। ট্রাফিক পুলিশের চোখে শিক্ষার্থীরা রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে সফল। এমনটাই জানিয়েছেন ঢাকার সবচেয়ে ব্যস্ততম সড়কের একটি কারওয়ান বাজার মোড়ের ট্রাফিক সার্জেন্ট সারওয়ার হোসেন।
তিনি বলেন, ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা একটি গুরু দায়িত্ব মাথায় তুলে নিয়েছে। তারা সফল, সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। আমরা তাদের সাধুবাদ ও অভিনন্দন জানাই। তবে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানাই।
ট্রাফিক পুলিশ বলছে, ঢাকার শহর এমন একটি গুরুত্বপূর্ণ শহর। এখানে রাস্তার ট্রাফিকের ওপর অনেক কিছু নির্ভর করে। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য ও বিদেশগামী মানুষের যাতায়াতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার ট্রাফিক।
সোমবার (১২ আগস্ট) সকাল থেকে কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সদস্যদের পাশাপাশি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের সঙ্গে স্কাউট ও বিএনসিসির সদস্যরাও রয়েছেন।
ছয়দিন দায়িত্বে না থাকার বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সদস্যরা বলছেন, দেশের পরিস্থিতি অস্থিতিশিল হয়ে উঠেছিলো। আমরা নিরাপত্তার জন্য কাজে আসতে পারিনি। এখন সব ঠিক হয়ে যাচ্ছে। শিক্ষার্থী ও আনসার সদস্যরা রয়েছে। এখন সমস্যা নেই।
ট্রাফিক পুলিশের ওপর মানুষের কোনো বিরোধ না থাকলেও পোশাক থাকায় নিরাপত্তা ঝুঁকি ছিলো উল্লেখ করে ট্রাফিক সদস্যরা বলছেন, ট্রাফিক পুলিশের সঙ্গে সাধারণ মানুষের কোনো সমস্যা ছিলো না। থানা পুলিশের অনেকে আহত ও নিহত হয়েছেন। তবে যেহেতু পোশাক একর রকম তাই অনেকে স্থানেই ট্রাফিক পুলিশ হামলার শিকার হয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা বলছেন, পুলিশের অনুপস্থিতিতে আমরা নিজেরাই দায়িত্ব মাথায় তুলে নিয়েছি। সবাই মিলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছি। এখন যেহেতু ট্রাফিক পুলিশ ফিরেছে আমরা কিছুটা স্বস্তিতে পাচ্ছি। তবে এখনই আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি না। ট্রাফিক পুলিশের সহযোগিতা ও মানুষকে সচেতন করতে আমরা কাজ করে যাবো। আগের তুলনায় আমাদের টিম ছোট হবে তবে আমরা মাঠে আছি।