অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে জাতিসংঘ: গোয়েন লুইস

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীতি

ছবি: সংগৃহীতি

শেখ হাসিনা সরকারের পতনের চার দিনের মাথায় বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘ সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

শুক্রবার (৯ আগস্ট) বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে তিনি এই কথা জানান।

বিজ্ঞাপন

এ সময় গোয়েন লুইস জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়ে কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়েও সব দল মতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা।

এ সময় বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।

বিজ্ঞাপন

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ নির্বাচন হবেই, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এ নিয়ে কোনো সন্দেহ নেই।