আন্দোলনে নিহত-আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত শ্রমজীবীদের তালিকা প্রকাশ এবং ক্ষতিপূরণ, সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা ও সকল শ্রমিকের চাকরি, কাজের নিশ্চয়তা ও পূর্ণ মজুরি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক কর্মচারী আন্দোলন।

শুক্রবার (৯ আগষ্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

বিজ্ঞাপন

জাতীয় শ্রমিক কর্মচারী আন্দোলন এর সভাপতি আব্দুল কাদের বলেন, 'এই আন্দোলনে ছাত্রদের সাথে শ্রমিকদের অবদানও ছিল। তাদের শত শত প্রাণ গেছে । অনেক শ্রমিক কে ময়নাতদন্ত ছাড়া দাফন করা হয়েছে। অনেক শ্রমিক আহত পঙ্গু হয়ে গেছে তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ওই শ্রমিকরাই। আমরা প্রত্যেক আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসা ব্যবস্থার জন্য দাবি জানাই। এখন শ্রমিকদের কথা কেউ বলছে না। সারাদেশে কর্মসূচি ঘোষণা করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা আন্দোলন করবো। আগষ্ট মাস জুড়ে এই আন্দোলন অব্যাহত হবে।' এসময় দাবি পূরণ না হলে জুলাই মাসে সাধারণ শ্রমিকদের নিয়ে সমাবেশ করার ঘোষণা দেন তিনি। 

সংগঠনটির অন্যান্য নেতারা বলেন, হাসপাতালে যে আহত শ্রমিকরা আছে তাদের মধ্যে ১৩ জনকে পা কেটে ফেলতে হয়েছে। তাদের চিকিৎসার ভার ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে। এখন সব কলকারখানা ধ্বংস করে আগুন দেওয়া হচ্ছে। তাতে হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা চাই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করতে। তাদের নিরাপদ কর্মস্থল দেওয়া সরকারের দায়িত্ব। বিগত সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ীদের সভা ডেকে যে তামাশা করেছে এতে বড় ব্যবসায়ীদের শ্রমিকদের প্রতি বৈষম্য, অবিচার তা সুস্পষ্ট। আমরা শ্রমিকদের অধিকার বাস্তবায়নে লড়াই সংগ্রাম আন্দোলন চালয়ে যাব।

বিজ্ঞাপন

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা ইকবাল হোসেন, জামাল হাওলাদার, এম এ শাহিন, আবুল ইসলাম সহ আরও অনেকে।