বান্দরবানে ১১ দফা দাবিতে এপিবিএন সদস্যদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি:  এপিবিএন সদস্যদের বিক্ষোভ

ছবি: এপিবিএন সদস্যদের বিক্ষোভ

বান্দরবানে ১১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে এপিবিএন এর সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে জেলা শহরের মেঘলাস্থ ২ এপিবিএন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে ২ এপিবিএন এর শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সমাবেশে এপিবিএন এর সদস্যরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। অফিসারদের স্বার্থ আদায়ের জন্য আমাদেরকে দিনের পর দিন ব্যবহার করে আসছে। সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আদায়সহ কালো টাকার পাহাড় গড়ার জন্য আমাদেরকে জনগণের শত্রু বানিয়েছে। তাদের অর্ডার মানতে গিয়ে আজ আমাদের অনেক ভাই নির্মমভাবে মৃত্যুবরণ করেছে।

বিজ্ঞাপন

এ সময় তারা আরও বলেন, আজ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। যতদিন পর্যন্ত এসব দাবি মেনে নেয়া হবে না ততদিন পর্যন্ত কাজে ফিরবে না বলে জানান এপিবিএন এর সদস্যরা।