শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে আন্দোলনকারীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: নূর-এ-আলম

ছবি: নূর-এ-আলম

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিলটি শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে এসে পৌঁছান তারা।

বিজ্ঞাপন

এরআগে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জনস্রোতে পরিণত হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। এসময় রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে বর্তমান সরকারের পদত্যাগসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে আন্দোলনকারীরা এসে যোগ দেন শহীদ মিনারে।

শাহবাগ অভিমুখে আন্দোলনকারীরা/ছবি: নূর-এ-আলম

আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনারসহ আশপাশ এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিকশা চালকদেরও স্লোগানে দিতে দেখা যায়।

বিজ্ঞাপন

বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীরা তার আগেই শহীদ মিনার এলাকায় এসে জড়ো হতে শুরু করেন।

তার আগে গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা দেন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।