৯ দফা দাবি আদায় না হলে আন্দোলন চলবে: ঢামেক শিক্ষার্থী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ইর্ন্টান চিকিৎসক ও শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগষ্ট) সকাল ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনের বিক্ষোভ সমাবেশে তারা এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের সরকারের ভিন্নমত পোষণ করলে তারা শিবির ট্যাগ দিয়ে এটা কেন? তাদের অভিযোগ, গত বুধবার হাইকোর্টে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে গণ গ্রেফতার করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে এক চিকিৎসক বলেন, আমাদের ডাক্তারদের হাসপাতালে থাকার কথা। কিন্তু আজকে আমাদের ভাই হত্যার প্রতিবাদের রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা জানেন যুদ্ধক্ষেত্রে একজন ডাক্তারকে মারার কোন নিয়ম নাই। কিন্তু এবারের আন্দোলনে আমাদের একজন ডাক্তারকে গুলি করে মারা হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেলের আরেক আবাসিক চিকিৎসক বলেন, আজকে শিক্ষার্থীদের এই হত্যার প্রতিবাদে সারাদেশের সব শ্রেণিপেশার মানুষ রাস্তায় নেমে গেছে। আমরা চিকিৎসক সমাজও ঘরে বসে থাকতে পারিনা। আমরা এখানে কোন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আসেনি, শুধুমাত্র আমাদের শিক্ষার্থীদের হত্যার বিচার চাইতে এসেছি।