ডিএমপি মিডিয়া সেন্টার সংস্কারের নির্দেশ, নতুন কমিশনারের

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বসার উপযুক্ত স্থানসহ বেশ কিছু সমস্যা থাকার কারণে যেকোন ব্রিফিং-এ তাদের সংবাদ সংগ্রহ করা কষ্টকর হয়ে যেতো। সেই সমস্যা আগামী তিনদিনের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
দায়িত্ব গ্রহণের পর সোমবার ( ২ অক্টোবর ) সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা ডিএমপি কমিশনারকে মিডিয়া সেন্টারের অব্যবস্থাপনার কথা তুলে ধরেন। এসময় কমিশনার ডিসি মিডিয়া ও ডিসি লজিস্টিককে ডেকে তিনদিনের মধ্যে একটি এসি, দুটি নতুন কম্পিউটার, নতুন সোফা ও টেবিল-চেয়ার স্থাপনের নির্দেশ দেন।
তাঁর এমন ঘোষণায় গণমাধ্যমকর্মীরা কমিশনারকে ধন্যবাদ জানান।
জানা যায়, দশবছর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর (ডিএমপি) তৎকালীন কমিশনার মিডিয়া সেন্টারে দুটি কম্পিউটার, বসার জন্য সোফা ও এসি সংযুক্ত করেছিলেন। তবে তা আস্তে আস্তে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়।
নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেন, যেকোনো জায়গায় পরিবর্তনের প্রয়োজন হলে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা ও অপরাধ দমনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। যেকোন বিষয়ই সাংবাদিকদের জানাতে হলে মিডিয়া সেন্টারের প্রয়োজন পড়ে। তাই এই স্থানটি সাংবাদিকদের জন্য উপযুক্ত হওয়া প্রয়োজন।
এর আগে ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেই রাজারবাগে ফোর্সদের ব্যারাকে যান হাবিবুর রহমান। সেখানকার অবস্থা তিনি সরেজমিনে পরিদর্শন করেন। যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেন।