ময়মনসিংহে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ময়মনসিংহে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে অভিযুক্ত স্বামী আশরাফুল ইসলাম শান্তকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল (১ অক্টোবর) রোববার দুপুরে তাছলিমার (৩০) মৃত্যু হয়।
নিহতের ভাই খলিল মিয়া ওই রাতে বাদি হয়ে তাছলিমার স্বামী শান্ত, শাশুড়ি সাজেদা (৪৫) ও ননদ সানজিদা (১৮) কে অভিযুক্ত করে মামলা দায়ের করে। পরে অভিযুক্ত শান্তকে ময়মনসিংহ থেকে রাতেই গ্রেফতার করে গফরগাঁও থানা পুলিশ।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ তারিখ সকালে পারিবারিক কলহের জের ধরে তছলিমা ও তার স্বামী শান্ত’র মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তাছলিমার স্বামী শান্ত, শাশুড়ি সাজেদা ও ননদ সানজিদা গর্ভবতী তাছলিমাকে বেধড়ক ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাছলিমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পরিস্থিতির অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনদিন মৃত্যুর সাথে লড়াই করে রোববার সকালে তাছলিমার মৃত্যু হয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহত তাছলিমার ভাই খলিল রবিবার রাতে অভিযোগ দিলে রাতেই শান্তকে গ্রেফতার করা হয়। সোমবার (২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।