রংপুরে ডেঙ্গুতে ৫৮ জন আক্রান্তের বিপরীতে মৃত্যু ১

ছবি: সংগৃহীত
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে ১৯, গাইবান্ধায় ১৭, কুড়িগ্রামে ১৪, নীলফামারীতে ৩, লালমনিরহাটে ৩, দিনাজপুরে ১ এবং ঠাকুরগাঁওয়ের ১ জন রয়েছে।
রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালসহ বাসাবাড়িতে ১৪৯ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজে ৩২, গাইবান্ধায় ২৮, কুড়িগ্রামে ১৯, নীলফামারীতে ১৮, দিনাজপুর ১৭, লালমনিরহাটে ১৫, ঠাকুরগাঁওয়ে ১১ এবং পঞ্চগড় জেলায় ৯ জন চিকিৎসাধীন রয়েছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ বলেন, বর্তমানে ডেঙ্গুতে রংপুর ও গাইবান্ধায় বেশি রোগী শনাক্ত হচ্ছে। তবে হাসপাতালগুলোতে রোগীর খুব বেশি চাপ নেই।
রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী বলেন, এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন, তাদের যথাসাধ্য চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু রোগী শনাক্তে কীট সংকট নেই বলেও জানান তিনি।