১০ টাকায় গাছ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

১০ টাকায় গাছ

১০ টাকায় গাছ

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে ১০ টাকায় গাছ বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন।

রোরবার (৪ জুন) দুপুরে শহরের নিরালা মোড় শহীদ মিনার চত্ত্বরে শতাধিক বৃক্ষপ্রেমীরা ১০ টাকায় গাছ কিনতে পেরেছেন।

বিজ্ঞাপন

পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। সেগুন, আকাশমনি, আমলকি, হরতকি, বহেরা, বাসক, শতমূলী, কাঁঠাল, পেয়ারা, জলপাই, কদবেল, আতা, চালতা,লটকন, ড্রাগন ফলসহ ২৪ প্রজাতির দেড় শতাধিক গাছ ১০ টাকা করে বিক্রি করা হয়েছে।

১০ টাকায় গাছ কিনতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থী জান্নাতুর রহমান বলেন, আমি পেয়ারা গাছ কিনেছি এত কম দামে গাছ পাবো ভাবিনি।

গৃহিনী রোকেয়া সুলতানা বলেন, মাত্র একটি গাছ কিনতে পেরেছি আরও কেনার ইচ্ছা ছিল কিন্তু আয়োজকরা জানিয়েছেন একজন একটির বেশি গাছ ক্রয় করতে পারবেন না।

শিক্ষার্থী রাইয়ান সম্রাট বলেন, ড্রাগন ফল গাছ মাত্র ১০ টাকায় কিনতে পেরেছি এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।

সংগঠনের উপদেষ্টা সংস্কৃতিকর্মী সাম্য রহমান বলেন, আমরা যে পরিমাণ গাছ কাটছি তার অর্ধেক গাছও রোপণ হচ্ছে না। মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বাড়াতে আমাদের এ আয়োজন। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বল্পমূল্যে গাছ বিক্রির উদ্যোগ নেয়া হবে।

১০ টাকায় গাছ কর্মসূচির উদ্যোক্তা মুঈদ হাসান তড়িৎ জানান, এ আয়োজনে দেড় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ স্বল্পমূল্যে মাত্র ১০ টাকায় বিক্রি করা হয়েছে। প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ রোপণে জনগণ ও শিক্ষার্থীদের আগ্রহী করতেই আমাদের এ উদ্যোগ।

তিনি আরও জানান, অন্তত মাসে একবার আমরা ১০ টাকায় গাছ বিক্রি করবো। বিত্তবানেরা এগিয়ে এলে আরও বড় পরিসরে এই আয়োজন করতে চাই আমরা।

এ কর্মসূচিতে সংগঠনের কোষাধ্যক্ষ মির্জা তৌহিদুল ইসলাম সুলভ, সমন্বয়কারী রাদিত আহমেদ, সামি খান,আহসান খান মিলন, রকিবুল রায়হান, সামিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।