বাঙালির বিশ্বসভা দিবসের প্রতিপাদ্য ঘোষণা

২০১৯ সালের ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে বঙ্গীয়র বিশ্বসভার অধিবেশনে চিত্র।
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে বাঙালির বিশ্বসভা দিবস ৩১ মার্চ। এই দিবসে বিশ্বশান্তি কামনা করে এবং কেন্দ্রীয়ভাবে বছরব্যাপী কর্মসূচির প্রতিপাদ্য ঘোষণা করা হয়ে থাকে।
২০২৩ সালের প্রতিপাদ্য ঘোষণা করেছেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি কথাশিল্পী সেলিনা হোসেন, আন্তর্জাতিক সভাপতি অধ্যাপক ড. গওহর রিজভী, মুখ্যউপদেষ্টা কবি আজিজুর রহমান আজিজ, ভারতের সমন্বয়ক অধ্যাপক ড. মহুয়া মখার্জী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
বাঙালির বিশ্বসভা দিবসের ২০২৩ সালের প্রতিপাদ্য ‘বহুভাষার সংস্কৃতি রক্ষায় বিশ্বজাতিক ঐক্য ’। ২০২৩ সালের ৩১ মার্চ থেকে আগামী ২০২৪ সালের ৩০ মার্চ পর্যন্ত উপরিউক্ত প্রতিপাদ্য অনুযায়ি বঙ্গীয়'র সকল কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল ভারতের শান্তিনিকেতনে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে অনুষ্ঠিত বাঙালি লেখক শিল্পীর বিশ্বসভায় সিদ্ধান্ত গৃহিত হয়। এই সভায় বাংলাদেশ, ভারতসহ ১৯ টি দেশে তিন শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
২০২৩ সালের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে, বাংলাদেশের ঢাকায় আন্তর্জাতিক রবীন্দ্র সম্মিলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শান্তি ভাবনায় বিশ্বসভা'র অধিবেশন; দ্বিশতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত ; ভারতের শান্তিনিকেতনে বাঙালির বহুজাতিক সভা; ত্রিপুরায় সংস্কৃতি উৎসব; মুম্বাইয়ে বাঙালির বিশ্বায়ন সম্মিলন; দিল্লীতে বহুজাতিক ভাষা ও সংস্কৃতির সম্প্রীতি সম্মিলন; কানাডার টরেন্টো, অটোয়া, মন্ট্রিয়ল; যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া; অস্ট্রেলিয়ার সিডনি; কাতারের দোহা, সৌদির রিয়াদ, চীনের বেইজিং, জার্মানির বার্লিন, নেপালের কাঠমুন্ডু, ভুটানের থিম্পু, মালয়েশিয়ার কুয়ালালামপুর; যুক্তরাজ্যের লন্ডন, তানজানিয়া, উগান্ডা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ বিশ্বের ৫০টি স্থানে বছরব্যাপী কার্যক্রম পরিচালিত হবে।