সিরাজগঞ্জে সরকার বিক্স ইটভাটায় পুড়ছে কাঠ ও জুট



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে সরকার বিক্স ইটভাটায় পুড়ছে কাঠ ও জুট

সিরাজগঞ্জে সরকার বিক্স ইটভাটায় পুড়ছে কাঠ ও জুট

  • Font increase
  • Font Decrease

কয়লার দাম বৃদ্ধির অজুহাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকার বিক্স ইট ভাটায় পুড়ছে কাঠ ও গার্মেসের জুট। নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমি আর লোকালয়ে গড়ে উঠেছে এই ইট ভাটা। কাঠ ও জুট পুড়িয়ে ইট তৈরি করায় পরিবেশ বিরোধী কালো ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে হাজার হাজার মানুষ। স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি নষ্ট হচ্ছে জমির ফসল। জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের নলিছা গ্রামে ও ফসলি জমির পাশে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা।

জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই ইটভাটা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৬টি ভাটা রয়েছে রায়গঞ্জ উপজেলাতেই। দ্বিতীয় সর্বোচ্চ উল্লাপাড়ায় ৩৮টি এবং সর্বনিম্ন ১টি ভাটা রয়েছে বেলকুচিতে। এর মধ্যে ২০২০-২০২১ অর্থ বছর পর্যন্ত ইট পোড়ানোর লাইসেন্স রয়েছে ১৮টি ভাটার। অপরদিকে লাইসেন্স থাকলেও নবায়ন নেই ৫৯ ভাটার। কোন প্রকার লাইসেন্স ছাড়াই চলছে ৬৩ ভাটা।

শনিবার (২৫ মার্চ) সকালে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, কয়লার দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সরকার বিক্স ইট ভাটায় দেদারছে পোড়ানো হচ্ছে কাঠ ও জুট। প্রকাশ্যে কাঠ, জুট পোড়ানোর উৎসব চললেও জেলা প্রশাসন বা পরিবেশ অধিদফতর থেকে কোনো অভিযান পরিচালনা হচ্ছে না বলে তারা জানান। এলাকাবাসী আরো বলেন, ইটভাটার কালো ধোঁয়ায় গাছপালায় ফল ধরা বন্ধ হয়ে যাচ্ছে। সারা বছরই শ্বাসকষ্টের মত ভয়াবহ রোগে ভুগতে হচ্ছে। ইটভাটার মালিক পক্ষ প্রভাবশালী হওয়ায় বাধা দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। অনেক স্থানে প্রভাবশালী ব্যবসায়ীদের ভয়ে সহ্য করতে হয় এসব অনিয়ম।

সরকার বিক্স ইট ভাটা মালিক ও রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি শোভন সরকার বলেন, অবকাঠামো নির্মাণের জন্য তো ইট তৈরি করতেই হবে। আমরা কয়লা-কাঠ, ঘষি ও জুট পোড়াচ্ছি। কিন্তু কয়লার দাম নাগালের বাইরে গেলে তখন বাধ্য হয়ে কাঠ ও জুট পোড়াতে হচ্ছে। তবে আমাদের এগুলো জিগজাগ ইটভাটা হওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে না।

সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, ‘ইটভাটায় কাঠ, জুট পোড়ানোর কোনো সুযোগ নেই’। জুট পোড়ানোর অভিযোগ পেলে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে দ্রুতই অভিযানে নামবো। একযোগে সবগুলো ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হবে। এরপর প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সিরাজগঞ্জে ৪৬টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। ছাড়পত্র ছাড়াই চলছে ৮৮টি ভাটা। বাকি ৬টি ইটভাটার তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন বলেন, ইটভাটায় কাঠ ও জুট পোড়ানোর কোন সুযোগ নেই। যদি কেউ কয়লার পরিবর্তে কাঠ বা জুট পোড়ায় তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, অনুমোদনহীন ইটভাটা বন্ধে খুব শিগগিরই আমাদের অভিযান শুরু হবে।

পিকআপ নিয়ে জেলায় জেলায় গরু চুরি করাই তাদের পেশা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
পিকআপ নিয়ে জেলায় জেলায় গরু চুরি করাই তাদের পেশা

পিকআপ নিয়ে জেলায় জেলায় গরু চুরি করাই তাদের পেশা

  • Font increase
  • Font Decrease

গরু চুরির মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭ গরু ও দুইটি পিকআপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা পিকআপ নিয়ে দেশের বিভিন্ন জেলায় গরু চুরি ও ডাকাতি করতেন। পাঁচ জনের নামে দেশের বিভিন্ন থানায় গরু চুরি, ডাকাতি ও মাদক মামলার ১৫ মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার আ. মুন্নাসের ছেলে মো. রাজিব হাসান সবুজ (৩০), একই জেলার হোসেনপুর উপজেলা বিনত আলীর ছেলে মো. দ্বীন ইসলাম (২৮), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জসিম উদ্দিনের ছেলে কাইয়ুম (৪২), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মো. করিমের ছেলে মো. খাইরুল ইসলাম (২২), গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মো. নাহিদ হোসেন (২৫)।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্মেলন পুলিশ এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ২৯ মে গভীর রাতে জেলার ভালুকা উপজেলার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টে ডেইরি ফার্মের দেয়াল ভেঙে ১০ গরু চুরির ঘটনা ঘটে। এই ঘটনার পরদিন ভালুকা মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টের কেয়ারটেকার মো. আলাল উদ্দিন। ওই মামলা জেলা গোয়েন্দা পুলিশ ৩১ মে জামালপুর, কিশোরগঞ্জ, বগুড়া, কাপাশিয়া ও ভালুকায় পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। সংঘবদ্ধ ভাবে তারা দেশের বিভিন্ন এলাকায় পূর্বপরিকল্পিত ভাবে দুর্ধর্ষ চুরি করে আসছে। পাঁচ জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে।

এর মধ্যে ভালুকার এই দুর্ধর্ষ চুরির নেতৃত্বদানকারী রাজীব হাসান সবুজ ঘটনার দুইদিন আগে অপর একটি গরু চুরি মামলায় কিশোরগঞ্জ আদালত থেকে জামিনে ছাড়া পায় বলে ব্রিফিংয়ে জানান এসপি মাছুম আহম্মেদ ভূঞা।

;

বাজেটে প্রস্তাবিত পদক্ষেপ বাস্তববর্জিত: সিপিডি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার ক্ষেত্রে বাজেটে ঘোষিত পদক্ষেপগুলো বাস্তববর্জিত বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকট এবং সমস্যার প্রেক্ষিতে আমাদের যে সামগ্রিক অর্থনৈতিক সূচকগুলো বাজেট প্রস্তাবনায় ঘোষণা করা হলো, সেই সূচকে যে অনুমিতি ব্যবহার করে করা হয়েছে এবং সেই সূচকগুলোর যে প্রাক্কলন করা হয়েছে সেগুলো আমাদের কাছে মনে হয়েছে বাস্তবতা বিবর্জিত এবং সেগুলো অর্জন করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় সিপিডি কার্যালয়ে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এ কথা জানান।

তিনি জানান, মূল্যস্ফীতির চাপ এবং পণ্যের ঊর্ধ্বমুখী দামের লাগাম টেনে ধরার জন্য যে প্রস্তাবনা করা হয়েছে, যে সমাধান দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সম্ভব না। সেগুলোর মাধ্যমে মূল্যস্ফীতির হার যে তারা ৬ শতাংশে নামিয়ে আনার কথা বলছেন, সেগুলো করা সম্ভব হবে না। মূল্যস্ফীতি কমানোর জন্য যে আর্থিক পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানে আমদানি করা কিছু পণ্যের ক্ষেত্রে কর রেয়াত দিলে কিছুটা স্বস্তি পাওয়া যেত। কিন্তু তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।

ড. ফাহমিদা বলেন, করমুক্ত আয়সীমা আমরা বাড়ানোর কথা বলেছিলাম। এখানে করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে সাড়ে তিন লাখ করা হয়েছে, সেটি খুব ভালো। কিন্তু তার পাশাপাশি আয় যাই হোক দুই হাজার টাকা কর আরোপের বিষয়টি অবিবেচনাপ্রসূত মনে হয়েছে। এই দুই হাজার টাকা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া উচিত।

তিনি বলেন, এছাড়া আমাদের অর্থনৈতিক সংস্কারের যে কথা ছিল সেগুলোর বিষয়ে বাজেটে তেমন কোনো পদক্ষেপ নেই। এই বাজেট এমন একটা সময় প্রণয়ন করা হয়েছে যখন আইএমএফের বিভিন্ন শর্ত আছে। বাজেট উপস্থাপনায় তিনবার আইএমএফের কথা বলা হয়েছে। কিন্তু শর্তের বিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। তবে আমরা দেখেছি, বিভিন্ন যে লক্ষ্যমাত্রা আছে সেখানে সেই শর্তগুলো পরিপালনের ক্ষেত্রে কিছুটা ইঙ্গিত রয়েছে।

;

বান্দরবানে কেএনএফ সন্ত্রাসীদের বোমায় সেনাসদস্য নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবা‌ন
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রশিক্ষণ ক্যাম্প নিয়ন্ত্রণে নেওয়ার সময় পুঁতে রাখা বোমা (আইইডি) বিস্ফোরণে তুজাম (৩০) নামের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা সেনা জোনের একটি টহল দল ওই ক্যাম্পে অভিযান চালায়। এ সময় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর বিশেষায়িত দল এ ধরনের আরও সম্ভাব্য আইইডি শনাক্ত ও নিষ্ক্রীয়করণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদ সেনাসদস্যের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেনাবাহিনী প্রধান।

সম্প্রতি কেএনএফ সন্ত্রাসীরা বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার পাহাড়ি জনপদে ক্রমাগত হত্যা, অপহরণ, জনমনে আতঙ্ক সৃষ্টি ইত্যাদি মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে চলেছে। তাদের এহেন মানবাধিকার লঙ্ঘন প্রতিহত করার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।

;

বাস-অটোভ্যানের সংঘর্ষ, স্বামী-স্ত্রী সন্তানসহ নিহত ৪



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী বাস-অটোভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সন্তানসহ ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপু্র আড়াইটার দিকে মধুপুর-টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার পাইকা গ্রামের মাইনুউদ্দিন (৫০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩০), ছেলে সিয়াম (৩ বছর)। এছাড়া অপরজনের নাম ফরহাদ (৩০)। তিনি দরদ আলীর ছেলে। সে অটোভ্যান চালক। তার গ্রামের বাড়ি তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোভ্যান তিনজন যাত্রী নিয়ে মধুপরের দিকে যাচ্ছিলেন। সে সময় বেপরোয়া গতির বিনিময় পরিবহন নামের একটি বাস টাঙ্গাইল যাওয়ার পথে বাসটি গাংগাইর গোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অটোভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত হয় একজন। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়।

এ ঘটনায় মধুপুর সার্কেল সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, গাংগাইর এলাকায় বাসের ধাক্কায় অটোভ্যানের তিনজন যাত্রীসহ ভ্যান চালক সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও একজন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে তিনজন ও হাসপাতাল থেকে একজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহত চারজনের মধ্যে তিনজন একই পরিবারের। এ ঘটনায় ঘাতক বিনিময় পরিবহন নামে বাসটি জব্দ করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

;